Our Institute History

প্রতিষ্ঠানের ইতিহাস
2023/08/26 12:02 AM
 প্রাতিষ্ঠানিক সূত্রপাত
  স্থাপিত : ১৯২৮ খ্রিষ্টাব্দ
 
সংক্ষিপ্ত ইতিহাস
জহিরিয়া  মোম্বাউল উলূম উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নাম।  ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহঃ) এর অন্যতম সঙ্গী হযরত শাহপরান (রহঃ) ,হযরত শাহ সুন্দর (রহঃ) ও হযরত সৈয়দ জাহান (রহঃ) এর স্মৃতি বিজড়িত  আমাদের দক্ষিণ কাছ পরগনা বর্তমান ৪ নং খাদিম পাড়া ইউনিয়ন পরিষদ। ১৯২৮ ইংরেজিতে যখন সিলেট শহরে সরকারি উচ্চ বিদ্যালয় ও জৈন্তাপুর  থানা সদরে সেন্ট্রাল জৈন্তা হাইস্কুল ব্যতীত মধ্যবর্তী স্থানে ইংরেজি সহ অন্যান্য বিষয়ে শিক্ষা লাভ করার মতো কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। সেই সময়ে সিলেট শহর হইতে সাড়ে দশ কিলোমিটার পূর্বে আমাদের এই ৪ নং খাদিমপারা ইউনিয়নে সিলেট তামাবিল রাস্তার দক্ষিণ পাশে উচু টিলার উপরে মনোরম পরিবেশে দুইটি কওমি মাদ্রাসার সমন্বয়ে ১৯২৮ ইং সালে স্থাপিত হয় জহিরিয়া এম, ইউ, এম, ই মাদ্রাসা। জহিরিয়া মাদ্রাসা ছিল্ পীরের বাজারের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন চৌধুরী। মোম্বাউল উলুম মাদ্রাসা ছিল দাসপাড়ার প্রতিষ্ঠাতা আমাইড় মৌজার পক্ষে মরহুম  মৌলানা কাসিম আলী। দুই মাদ্রাসা একত্রিত করে জহিরিয়া মোম্বাউল উলুম মাদ্রাসা নামে ১৯২৮ ইংরেজিতে জহির উদ্দীন চৌধুরীর দানকৃত বর্তমান জায়গায় (বাঘের টিলা) প্রতিষ্ঠিত হয় ।১৯৫৭ ইং পর্যন্ত প্রতিষ্ঠানটি এম, ই মাদ্রাসা হিসেবে পরিচালিত হয়ে আসে পরে এম, ই মাদ্রাসায় উন্নীত হয় এবং সরকারী স্বীকৃতি পায় (.৬ষ্ঠ শ্রেনী পর্যন্ত) ১৯৫৮ইংরেজিতে এলাকার ছাত্র /ছাত্রীদের শিক্ষার সুযোগ সৃষ্টি করার জন্য এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ জহিরিয়া এম ই মাদ্রাসাকে নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করার জন্য ৭ম/৮ম শ্রেনি খোলার সিদ্ধান্ত গ্রহন করেন। এই সময়ে প্রতিষ্ঠানটির সেক্রেটারীর দায়িত্ব পালন করেছিলেন জনাব আব্দুল লতিফ( মরহুম)  সাহেব। তার অক্লান্ত পরিশ্রমে ৩০/০৯/১৯৫৯ ইংরেজী তারিখে স্কুলটি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে।নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করার জন্য যারা বিশেষ অবদান রেখেছেন তাহারা হলেন ১। জনাব সিকন্দর আলী চৌধুরী২। জনাব মোঃ খলিলুর রহমান নওয়া বাড়ি তালেপাড়া ৩। মোঃ আব্দুল মতলিব পলিয়া ৪। জনাব ছৈদুর রহমান দাস্পাড়া ৫। জনাব আব্দুল লতিফ দত্তগ্রাম ৬। জনাব মৌলানা মোঃ আব্দুল মতিন প্রধান শিক্ষক জহিরিয়া এম, ইউ এম , ই মাদ্রাসা (বাটপাড়া) ৭। জনাব শফিকুজ্জামান (চুনু মিয়া )  বাটপাড়া ,জনাব আপ্তাব উদ্দীন (বাটপাড়া) ১ম সভাপতি ছিলেন নওয়া গাঁও নিবাসি মরহুম আবরু মিয়া । দ্বিতীয় সভাপতি ছিলেন বালুটিকর নিবাসি মোঃ মোবারক আলী। তৃতীয় সভাপতি ছিলেন মরহুম মোঃ আব্দুল লতিফ পুরান লেন নিবাসি। চতুর্থ সভাপতি মরহুম মোঃ খলিলুর রহমান নওয়া বাড়ি তালেপাড়া। পঞ্চম সভাপতি মোঃ আব্দুল আজিজ পলিয়া । ষষ্ঠ সভাপতি মোঃ আতিকুর রহমান তালেপাড়া।   উক্ত কমিটির সদস্যবৃন্দ স্কুলের ছাত্র/ ছাত্রী বৃদ্ধির জন্য বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে যোগাযোগ করে শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে সচেষ্ট হন। ছাত্রছাত্রী দিন দিন বৃদ্ধি পাওয়ায় ১৯৮৯ ইংরেজিতে পরিচালনা পরিষদের এক সভায় বিদ্যালয়টিকে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উন্নতি করার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৯০ ইংরেজিতে স্কুলে বিভিন্ন শর্ত সাপেক্ষে কর্তৃপক্ষের অনুমতিতে স্কুলে নবম শ্রেণী খোলা হয়। আরোপিত শর্ত ১৯৯১ সালে স্কুলে দশম শ্রেণী খোলা হয়। ১৯৯২ ইংরেজিতে স্কুল থেকে ১৩ জন ছাত্র-ছাত্রী এস.এস.সি পরিক্ষায় প্রথম ব্যাচ হিসেবে অংশগ্রহণ করে ৯ জন ছাত্র-ছাত্রী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। পাসের হার ছিল ৭৫%। ০১/০১/১৯৯২ ইংরেজিতে কোন আর্থিক মঞ্জুরী  ছাড়াই বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে।০১/০১/১৯৯৩ ইং তারিখে স্কুলে বিজ্ঞান বিভাগ খোলা হয়। ০১/০১/১৯৯৫ ইং তারিখে আর্থিক স্বীকৃতি লাভ করে। ১৯৯৫ ইং সনে বিজ্ঞান বিভাগ এস.এস.সি পরিক্ষায় অংশগ্রহণ করে পাসের হার ছিল ৯৪.৭৪%। প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন ও সুযোগ্য শিক্ষক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রমের ফলেই  বিদ্যালয় এই সুনাম অর্জন করতে সক্ষম হয়। ০১/০১/১৯৯৭ ইং সনে বিদ্যালয়ে ব্যবসা শাখা খোলা হয়। বর্তমানে ইহা একটি বহুরূপী পুর্নাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়।  ২০১৪ সাল পর্যন্ত বিশিষ্ট মুরব্বী ডাঃ আব্দুল আজিজ উক্ত বিদ্যালয়ে সুনামের সহিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৫ সাল হইতে অদ্যাবদি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, দাতা, সংগঠক, যুব সমাজের অহংকার জনাব আতিকুর রহমান অতন্দ্র প্রহরীর মতো বিদ্যালয়ে সার্বিক কল্যাণে সভাপতির দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে বিদ্যালয়কে উত্তর উত্তর সমৃদ্ধির পথে নিয়ে আসছেন।



 

"জহিরিয়া মোম্বাউল উলূম উচ্চ বিদ্যালয়"
জীবনের সুপ্রভাত।

Message

প্রধান শিক্ষক মহোদয়ের বাণী

সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। বাংলা শিক্ষা শব্দটি এসেছে ‍’শাস’ ধাতু থেকে। যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা। অন্যদিকে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার বা এডুকাতুম থেকে। যার অর্থ বের করে আনা অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা। সক্রেটিসের ভাষায় “শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ"। এরিস্টটল বলেন - সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় “শিক্ষা হল তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।”
তারিখ: 2023/08/24 12:00 AM

News & Event

কোভিড-১৯ এবং নতুন শিক্ষাব্যবস্থা


কোভিড-১৯ মহামারির কারণে গত ২৩ মার্চ থেকে বিশ্বের আনুমানিক ১ দশমিক ৩ বিলিয়ন শিক্ষার্থী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে অনুপস্থিত থাকতে বাধ্য হয়েছে। 

 
 
তারিখ: 2023/03/21 02:29 AM

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইতে আবারও পরিবর্তন

‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বিষয়ে বই হবে একটি। বিষয়বস্তুতে রয়েছে ব্যাপক পরিবর্তন। পরিবর্তন আছে অন্য বিষয়েও।


 
তারিখ: 2023/01/01 02:16 AM

বই উৎসব নিশ্চিত করল সরকার


বরাবরের ধারাবাহিকতায় ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩ উদযাপন করা হবে। কাগজ সংকটের কারণে নিউজপ্রিন্টেও ছাপানো হচ্ছে বই। আর ১ জানুয়ারি পাঠক্রম অনুযায়ী সব বই পাবে না শিক্ষার্থীরা।
 
তারিখ: 2023/01/01 01:36 AM

Book Distribution

নতুন বই উৎসব ২০২৩ : যেসব শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ

প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসায় আজ বুধবার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যের নতুন পাঠ্যবই। এজন্য দেশের প্রতিটি বিদ্যালয়ে লেগেছে উৎসবের ছোঁয়া। খালি হাতে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে নতুন বই নিয়ে।বছরের শুরুর দিনে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়ার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বই উৎসব দিবস’।

তারিখ: 2023/01/01 01:13 AM

Rules & Regulation

নিয়মাবলী।

জহিরিয়া মোম্বাউল উলুম উচ্চ বিদ্যালয়

* স্কুলের সময়সূচী :
        ** গ্রীষ্মকালীন সময়সূচীঃ
সমাবেশঃ ৯.৩০ মিনিট হইতে ১০.০০ মিনিট 
ক্লাশ সময়ঃ ১০.১৫ মিনিট হইতে ৪.১৫ মিনিট 
                      
        **  শীতকালীন সময়সূচীঃ     
 সমাবেশঃ ৯.৩০ মিনিট হইতে ১০.০০ মিনিট 
ক্লাশ সময়ঃ ১০.১৫ মিনিট হইতে ৪.১৫ মিনিট 
                    
 
 * পোষাক 
    

             ছেলে : সাদা শার্ট , কালো প্যান্ট এবং সাদা কেটস।
             মেয়ে :  সাদা কামিজ ও কালো  সেলোয়ার , সাদা ওড়না , সাদা কেটস।
তারিখ: 2020/06/18 10:13 PM

ফটো গ্যালারি

গ্যালারি: Home Gallery

Upcoming Event

অনুসরণীয়
  • সকালের সমাবেশের কমপক্ষে ১৫ মিনিট পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। 
  • বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে আসতে হবে।
  • নখ ছোট করে আসতে হবে।
  • ছেলেদের চুল বড় করে রাখা যাবে না।
  • প্রত্যেকে নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপদ পানির বোতল সাথে রাখতে হবে।
  • বিদ্যালয়ে অবস্থান কালিন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
  • যথাসম্ভব নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে।
  • শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের শ্রেণি ব্যবস্থাপনা মনিটরিং করবেন।
  • সময়ের ব্যবধানে হাত স্যানিটাইজ করে নিতে হবে।
  • বিদ্যালয়ের পোশাক প্রতিদিন সাবান পানি দিয়ে জীবানুমুক্ত করে ব্যবহার করতে হবে।
  • বিদ্যালয়ের আসার প্রস্তুতিতে গোসল/স্নান করে আসতে হবে।
  • শিক্ষার সাথে সম্পৃক্ত স্কেল, রাবার,পেন্সিল, ক্যালকুলেটর নিয়ে আসতে হবে। 
  • কোন ভাবেই অসুস্থতাজনিত লক্ষণ নিয়ে বিদ্যালয়ে আসা যাবে না।
  • বিদ্যালয়ের ব্যবহার্য উপকরণ স্বাস্থ্যসম্মত (নিরাপদ) হতে হবে।
  • বিদ্যালয়ে অপ্রয়োজনে বহিরাগতদের প্রবেশ নিষেধ। 

Academic Class Level

Class Level

---------------------------

  • Junior Secondary ( Six to Eight ) 
  • Secondary Nine to Ten ) 

Institute Facilities

Facilities

-------------------------

  • Computer Lab  ►
  • Multimedia classroom  ►
  • Science Labs  ►
  • Cafeteria  ►
  •  

Special Attention for Every Students

প্রতিটি শিক্ষার্থীদের জন্য বিশেষ মনোযোগ

A dynamic learning community recognized as one of the leading schools in Bangladesh, offering a good educational environment, safety and security of the students. 

Study Tour